ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা মামলার শুনানি পিছিয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
সারদা মামলার শুনানি পিছিয়েছে

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা সারদা কেলেঙ্কারির মামলা মঙ্গলবার (২৭ জানুয়ারি) শুনানির কথা থাকলেও তা হচ্ছে না বলে জনিয়েছে সুপ্রিম কোর্ট। এ মামলার সিবিআই তদন্ত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে করার দাবিতে শুনানি হওয়ার কথা ছিল।



বিচারপতিরা কলেজিয়াম বৈঠকে ব্যস্ত থাকায় এ মামলার শুনানি বাতিল করা হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে মামলার দিন ঘোষণা করা হবে বলে জানিয়েছে আদালত সূত্র।

এই নিয়ে দ্বিতীয়বারের মতো মামলাটি পিছিয়ে গেল। যদিও এদিন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আদালতে হাজির ছিলেন আইনজীবী ও কংগ্রেস নেতা কপিল সিব্বল।
 
অন্যদিকে, আদালতে মামলার ফলাফল দেখে সিবিআই’র কাছে হাজিরা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা ও সাবেক রেলমন্ত্রী মুকুল রায়ের।

সিবিআই’র পক্ষ থেকে আগামী ৩০ জানুয়ারি সাবেক রেলমন্ত্রীকে কলকাতার সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা এ মামলা সুপ্রিম কোর্টে ওঠার আগেই হাজিরা দিতে হবে মুকুলকে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

** শুরু হচ্ছে সারদা কাণ্ডের শুনানি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।