ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ট্রামের চাকায় রাবার লাগানোর পরামর্শ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
কলকাতায় ট্রামের চাকায় রাবার লাগানোর পরামর্শ

কলকাতা: কলকাতার শতবর্ষের ঐতিহ্য ট্রাম। প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষের যাতায়াতে এখনো নির্ভরযোগ্য যান এটি।

তবে শব্দদূষণের কারণ দেখিয়ে হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে ট্রাম চলাচল।

সম্প্রতি কলকাতায় ট্রামের চাকার ঘর্ষণজনিত শব্দে শহরে শব্দদূষণ হচ্ছে জানিয়ে চাকায় রাবারের আস্তরণ দিতে পরামর্শ দিয়েছেন উচ্চ আদালত।

আদালতে পশ্চিমবঙ্গ সরকারকে জানান, ট্রাম কলকাতায় ১শ’ বছরের বেশি সময় ধরে চলছে। এটি কলকাতার অন্যতম ঐতিহ্য। তাই ট্রামকে তুলে দেওয়ার পক্ষে নয় সরকার।

তখন ট্রামের চাকায় রবার লাগানোর বিষয়ে সরকারের কি মত জানতে চান বিচারকরা।

এর আগে পরিবেশবিদ সুভাষ দত্ত ট্রামের চাকার ঘর্ষণজনিত শব্দে শব্দদূষণ ছাড়াচ্ছে দাবি করে আদালতে মামলা করেন।

মামলা শুরুর সময় সেই সময়ের কলকাতা আদালতের প্রধান বিচারপতি অরুণকুমার মিশ্র স্বীকার করেছিলেন, প্রধান বিচারপতির বাসস্থান থেকেও বেশি রাতে এবং ভোরে এই শব্দদূষণ তিনি অনুভব করেন।

বর্তমানে এই মামলা চলছে বিচারপতি জয়মাল্য বাগচি ও মঞ্জুলা চেল্লুর ডিভিশন বেঞ্চে। এ বিষয়ে পাঁচ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলেছে আদালত।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।