ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দক্ষিণ এশিয়ার বড় বিপদ মৌলবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
দক্ষিণ এশিয়ার বড় বিপদ মৌলবাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: মৌলবাদকে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বিপদ বলে অভিহিত করছেন লেখক, সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা শাহরিয়ার কবির।

বুধবার (২৮ জানুয়ারি) কলকাতা প্রেসক্লাবে ‘কমিটি ফর আপহোল্ডিং সেকুলারিজম’ নমে এক সংগঠনের আয়োজিত আলোজনা সভায় এ কথা বলেন তিনি।



সভায় আরও উপস্থিত ছিলেন, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, বাংলাদেশের উপ হাইকমিশনার জকি আহাদ, অধ্যাপিকা তনবীর নাসরিন, বাংলা স্টেটসম্যান-এর সম্পাদক মানস ঘোষ এবং বাংলাদেশের বুদ্ধিজীবী শাহরিয়ার কবির।

সভার শুরুতে পাকিস্তানের পেশোয়ারের বিদ্যালয়ে জঙ্গি হামলার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এবং শোক প্রকাশ করা হয়।

‘ভারত এবং বাংলাদেশে মৌলবাদ মাথা চাড়া দিচ্ছে’, উল্লেখ করে শাহরিয়ার কবির বলেন, ১৯৭১ সালে এই মৌলবাদী রাজাকারদের হাতেই ৩০ ল‍াখ বাঙালি নিহত হয় এবং ৫ লাখ নারী ধর্ষিত হন।

বিতর্কিত উপন্যাসিক তসলিমা নাসরিনের প্রসঙ্গ তুলে শাহরিয়ার কবির বলেন, মৌলবাদীদের কারণেই তাকে বাংলাদেশ ছাড়তে হয়ছে।

জঙ্গি সংগঠন জেএমবি এখন শুধু বাংলাদেশে নয়, ভারতেও থাবা বসাতে চেষ্টা করছে বলেও মন্তব্য করেন শাহরিয়ার কবির।

ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, এক সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল পশ্চিমবঙ্গ এখন জেএমবি জঙ্গিদের ডেরাতে পরিণত হয়েছে; এটা বেদনার।

‘কমিটি ফর আপহোল্ডিং সেকুলারিজম’ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে তারা এ ধরনের কর্মসূচি আরও গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।