ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল ছেড়ে বিজেপিতে লকেট চ্যাটার্জি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
তৃণমূল ছেড়ে বিজেপিতে লকেট চ্যাটার্জি লকেট চ্যাটার্জি

কলকাতাঃ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী লকেট চ্যাটার্জি।

বৃহস্পতিবার (৫ জনুয়ারি) বিজেপির পশ্চিমবঙ্গের সদরদপ্তরে হাজির হয়ে তিনি বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন।



এ সময়ে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি রাহুল সিংহ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিংহ জানান, পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ওপর থেকে আস্থা হারাচ্ছে।

তিনি বলেন, লকেট চ্যাটার্জির তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান আস্থাহীনতার কথাই প্রমাণ করে।

আগামীতে আরও অনেকে বিজেপিতে যোগ দেবেন বলে তিনি মনে করেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ৫ ফ্রেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।