কলকাতাঃ এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা। কারণ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) কলকাতার রাতের আকাশে দেখা মিলবে সৌর জগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতির।
রাতে পৃথিবী সূর্যের এবং বৃহস্পতির মাঝামাঝি অবস্থান করবে। ফলে খুব পরিষ্কারভাবে দেখা যাবে বৃহস্পতি গ্রহকে। কলকাতা শহর থেকে দৃশ্য ভালভাবে প্রত্যক্ষ করা যাবে।
উৎসাহী মানুষের জন্য কলকাতার বিড়লা টেকনিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল মিউজিয়ামে মানুষদের গ্রহ প্রত্যক্ষ করার জন্য দুটি টেলিস্কোপের ব্যবস্থা করা হয়েছে।
মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, কলকাতা ছাড়াও পৃথিবীর আরও কয়েকটি জায়গা থেকে এ দৃশ্য দেখা যাবে।
তারা জানান, শুক্রবার সন্ধ্যার আকাশে চাঁদ থাকবে স্বমহিমায়, ফলে আরও স্পষ্ট হবে বৃহস্পতি দর্শন।
আজকের পর আবার ২০১৯ সালে পৃথিবীর এতো কাছাকাছি আসবে বৃহস্পতি।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ৬ ফ্রেব্রুয়ারি, ২০১৫