ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ সফরের ভিসা নিলেন ফিরহাদ হাকিম-মুনমুন সেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
বাংলাদেশ সফরের ভিসা নিলেন ফিরহাদ হাকিম-মুনমুন সেন ফিরহাদ হাকিম ও মুনমুন সেন

কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশ সফরের জন্য ভিসা নিলেন অভিনেত্রী ও ভারতের লোকসভার সদস্য মুনমুন সেন এবং পশ্চিমবঙ্গের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার সঙ্গে থাকছে ৩৭ জনের প্রতিনিধি দল।

বাংলাদেশ সফরকালে মমতা রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন বলে জানা যায়। দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সফর খুবই তাৎপর্যপূর্ণ।

সূত্র জানায়, বাংলাদেশ সফর নিয়ে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গীদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই বাকি সফর সঙ্গীরাও ভিসা নেবেন।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।