ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন মমতা অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: দিল্লি জয়ে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকে স্বাগত জানাচ্ছে তৃণমূল কগ্রেস।



তিনি আরও বলেন, দিল্লির নির্বাচনের ফলাফল ভারতের রাজনীতিতে একটি বিশেষ মোড়। দিল্লি জয় প্রমাণ করছে রাজনৈতিক মাতব্বরির গণতন্ত্রে কোনো স্থান নেই। ভারতে এই পরিবর্তনের দরকার ছিল।

নির্বাচনের দু’দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় আম আদমি পার্টিকে সমর্থন করার জন্য দিল্লিবাসীকে আবেদন জানান।

মমতা বলেন, আম আদমি পার্টির এই জয় আদতে মানুষের জয়। এ প্রসঙ্গে নাম না নিয়ে তিনি বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েন নি।

তিনি বলেন, রাজনৈতিক মাতব্বরি, উগ্রতার পরাজয় হলো দিল্লিতে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।