ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

এএপিকে অভিনন্দন জানালো সিপিএম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
এএপিকে অভিনন্দন জানালো সিপিএম

কলকাতা: আম আদমি পার্টিকে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন বার্তা পাঠালো সিপিএম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সিপিএম পলিট ব্যুরোর পক্ষে লিখিত বার্তায় জানানো হয়েছে, দিল্লির মানুষ বিজেপির একনায়কতন্ত্র মনোভাব ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভোট দিয়েছেন।

দিল্লির বিপুল সংখ্যক মানুষের সমর্থন পেয়েছে আম আদমি পার্টি। এই ভোটের মাধ্যমে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে মানুষ।

সিপিএম-এর সংসদ সদস্য মহম্মদ সেলিম জান‍ান, বিজেপির ধর্মান্তরকরণ, কেন্দ্রীয় সরকারের একনায়কতান্ত্রিক মনোভাবকে দিল্লির মানুষ ত্যাগ করেছে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আম আদমি পার্টির জয়ে রাজ্যে বিজেপি বিরোধিতায় উৎসাহ পাবে বাম দলগুলি।
 
বাংলাদেশ সময়: ১৭৩৫  ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।