ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রবীন্দ্র ভবনের নকশা শান্তিনিকেতনে হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
রবীন্দ্র ভবনের নকশা শান্তিনিকেতনে হস্তান্তর

কলকাতা: প্রস্তাবিত রবীন্দ্র ভবনের নকশা শান্তিনিকেতনে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্ত গুপ্তের কাছে এ নকশা হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিমার্জনের পর এই নকশা হস্তান্তর করা হয়।

নকশা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ, রাষ্ট্রদূত আনোয়ারুল ইসলাম ও প্রথম সচিব (প্রেস) মোফাকখুরুল ইকবাল।

দেড় লাখ বর্গফুটের দোতলা এ ভবনে থাকবে শিলাইদহসহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র।

ভবনে থাকবে গবেষণার ব্যবস্থা, জাদুঘর, গ্রন্থাগার, মিলনায়তন  ও ক্যাফেটেরিয়া।

এতে করে রবীন্দ্রচর্চা এবং গবেষণা সংক্রান্ত সব কাজের ক্ষেত্রে দেশ-বিদেশের রবীন্দ্র অনুরাগীদের সুবিধা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভবনের নকশা তৈরি করেছেন প্রখ্যাত প্রকৌশলী অমিত সেনগুপ্ত। নির্মাণের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২৫-৩০ কোটি টাকা। এ ভবনের ব্যয়ভার বহন করবে বাংলাদেশ সরকার।
 
বাংলাদেশ সময়: ২২৩৬ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।