ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উরস উপলক্ষে পশ্চিমবঙ্গে বাংলাদেশি ভক্তরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
উরস উপলক্ষে পশ্চিমবঙ্গে বাংলাদেশি ভক্তরা

কলকাতা: ১১৪ তম আল কাদেরী উরস উপলক্ষে বাংলাদেশি ভক্তরা সরাসরি ট্রেনে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মেদিনীপুর শহরে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় সময় ভোর ৬টায় ট্রেন মেদিনীপুর পৌঁছে।

ভোর চারটা থেকে উৎসবে যোগ দিতে আসা বাংলাদেশি ভক্তদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন পশ্চিমবঙ্গের ভক্তরা।

হজরত সৈয়দ শাহ মুরশেদ আলি আল কাদেরির ১১৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার জোড়া মসজিদ এলাকায় এই উরস অনুষ্ঠিত হচ্ছে।

মাওলানা পাক হযরত সৈয়দ শাহ মুরশেদ আলি আল কাদেরি ‘বড় পীর সাহেব’ আব্দুল কাদের জিলানী’র ১৯তম বংশধর।

এই উপলক্ষে প্রতিবছরের মতো বাংলাদেশি ভক্তরা মেদিনীপুরের জোড়া মসজিদে উরসে হাজির হয়েছেন।

অনুষ্ঠানে ভক্তদের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান ও কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাই-কমিশনের প্রথম সচিব মোফাক্কারুল ইকবাল।

১৯০৩ সাল থেকে এই উরস অনুষ্ঠিত হয়ে আসছে। তিনদিন ধরে অনুষ্ঠিত এই উৎসবের সাথে সাতদিনের একটি মেলারও আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।