কলকাতা: ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাতে কলকাতায় স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে। আর ঢাকা সফরের আগেই এ সৌধ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতার বিড়লা তারামণ্ডলের সামনে বাংলাদেশের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। আর বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার আগেই সেই স্মৃতিসৌধের উদ্বোধন করা হবে।
‘বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আপ্লুত হয়েছি’ উল্লেখ করে মমতা বলেন, আমি এতে খুবই খুশি হয়েছি।
মমতা আশা প্রকাশ করেন, এ সফরের ফলে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
তার সফরসঙ্গী হিসেবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মুনমুন সেন, অরিন্দম শীল, গায়ক নচিকেতা এবং ইন্দ্রনীল সেন আসছেন বলেও জানান তিনি। থাকছে সাংবাদিক ও ব্যবসায়ীদের একটি দলও।
মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রিসভার দুই মন্ত্রী ব্রাত্য বসু ও ফিরহাদ হাকিম থাকলেও যেতে পারছেন না লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
মমতা সাংবাদিকদের জানান, ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফ্রেব্রুয়ারি ১৮, ২০১৫