ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় কেবল টিভির সম্প্রচার মোবাইলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
কলকাতায় কেবল টিভির সম্প্রচার মোবাইলে

কলকাতা: এবার মোবাইলের মাধ্যমে কেবল টিভির অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন কলকাতাবাসী। অ্যাপ স্টোর থেকে নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডের মাধ্যমে এ সুবিধা ভোগ করতে পারবেন তারা।



এর ফলে বাস, ট্রাম, ট্যাক্সি যেখানেই থাকুন না কেনো মিস হবেন না পছন্দের টেলি-সিরিয়াল থেকে খেলা, সিনেমা। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারী সবাই এ সুবিধা নিতে পারবেন।

শুধু কেবল টিভি পরিসেবা নয়, সেবা প্রদানকারী সংস্থাগুলি শিগগিরই কেবল টিভিতে চালু করছে পছন্দমতো চলচ্চিত্র দেখার সুযোগ।

পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, দুধ, জল, বিদ্যুতের মতো কেবল টিভিও এখন অত্যাবশ্যকীয় পণ্য। গরিব মানুষও যেন তাদের সাধ্যের মধ্যে কেবল টিভি দেখতে পারেন, তার ব্যবস্থা করা উচিত।

অ্যান্ড্রয়েড ও আইফোনে কেবল টিভি পরিসেবার ক্ষেত্রে কলকাতাই ভারতের প্রথম শহর হতে চলেছে বলে জানা গেছে।  

এ সেবা চালু হলে কেবল পরিসেবা প্রদানকারী সংস্থাগুলোর গ্রাহক আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯ , ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।