ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু, মৃত্যু ৭০৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
ভারতে ছড়িয়ে পড়ছে সোয়াইন ফ্লু, মৃত্যু ৭০৩

কলকাতা: ভারতে দ্রুত বিস্তার লাভ করছে মরণঘাতী সোয়াইন ফ্লু ভাইরাস। চলতি বছরের মাত্র ৪৭ দিনে সেখানে ৭০৩ জনের মৃত্যু হয়েছে।



বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি।

সোয়াইন ফ্লু’র H1N1 ভাইরাস ছড়িয়ে পড়েছে জম্মু-কাশ্মীর, গুজরাট, রাজস্থান, দিল্লি, তেলেঙ্গানা থেকে মিজোরাম পর্যন্ত।

ঘটনার ভয়াবহতায় উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক করেছেন ক্যাবিনেট সেক্রেটারি অজিত সেথ। তিনি রাজ্যগুলোকে সার্বক্ষণিক হেল্পলাইন চালুর তাগাদা দিয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টা মনিটরিং সেল গঠনেরও নির্দেশ দিয়েছেন।

এদিকে রোগের উপসর্গ দেখা দিলেই সরকারি হাসপাতালে যাওয়ার অনুরোধ করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন, রাজ্যের কাছে এই রোগ প্রতিরোধের জন্য সব ধরণের প্রস্তুতি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি , ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।