কলকাতাঃ সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে পশ্চিমবঙ্গে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আবু রোহোন নামক আট বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
কলকাতার রাজারহাট এলাকার ওই শিশু কলকাতার ড. বি সি রায় হাসপাতালে সাত দিন আগে ভর্তি হয়েছিল।
প্রাথমিকভাবে তার ডেঙ্গু হয়েছে বলে মনে করা হলেও পরে তার শরীরে সোয়াইন ফ্লু’র জীবাণু পাওয়া যায়।
শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হয় এবং মারা যায়।
যদিও ‘ডেথ সার্টিফিকেট’-এ মৃত্যুর কারণ হিসেবে একাধিক অঙ্গ-প্রত্যঙ্গের অচল হয়ে যাওয়ার কথা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে লেখা হয়েছে।
হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিশুর আত্মীয়রা।
অন্যদিকে খবর পাওয়া গেছে ওই হাসপাতালেই ভর্তি আরেক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে এ রোগে আক্রান্ত হয়েছেন মোট ৪৭ জন।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৫