ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ভাষা দিবসের অনুষ্ঠান শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৫
কলকাতায় ভাষা দিবসের অনুষ্ঠান শুরু

কলকাতা: কলকাতায় শুরু হয়েছে ‘ভাষা দিবস’ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল থেকে কলকাতার অ্যাকাডেমি অব ফাইন আর্টস’র সামনে ছাতিম তলায় ‘ভাষা ও চেতনা’ সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত এ অনুষ্ঠান চলবে।

এর আগে, একটি মিছিলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মিছিলে  হাঁটেন গায়ক প্রতুল মুখোপাধ্যায়, কলকাতার সাবেক মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বাংলাদেশ উপ হাই কমিশনের প্রথম সচিব মোফাক্খারুল ইকবাল, ‘ভাষা ও চেতনা’ সমিতির সাধারণ সম্পাদক ইমানুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশসহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে  ২শ’ জন প্রতিনিধি উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে ২১ জন এসেছেন বাংলাদেশ থেকে। এছাড়াও আসাম, মেঘালয়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দুই বাঙলার মধ্যে অবাধ যাতায়াত, তিস্তা চুক্তি, ছিটমহল বিনিময়ের মতো বিষয়গুলো দ্রুত সমাধান করার আবেদন জানান।

মোফাক্খারুল ইকবাল বলেন, বাঙলা ভাষা নিয়ে এ ধরনের অনুষ্ঠান তাকে গর্বিত করে।

গায়ক প্রতুল মুখোপাধ্যায় বলেন, নিজের ভাষার জন্য আত্ম বলিদান বাঙালি জাতির কাছে এক গর্বের ইতিহাস।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের পক্ষে জোর দেন।

অন্যদিকে, ২১ ফেব্রুয়ারি উপলক্ষে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনে ভাষা শহীদ স্মরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকালে মশাল নিয়ে প্রভাতফেরির মাধ্যমে এ অনুষ্ঠানের সূত্রপাত হবে। ইতিমধ্যেই ‘অনির্বাণ শিখা’ থেকে নেওয়া আগুন কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন দফতরে এসে পৌঁছেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।