ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ওয়াইফাই শহর হতে চলেছে শান্তিনিকেতন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫
ওয়াইফাই শহর হতে চলেছে শান্তিনিকেতন

কলকাতা: কলকাতার পর এবার ওয়াইফাই শহর হতে চলেছে বোলপুর। আগামী মার্চের মধ্যেই শহরটিতে চালু হবে এ পরিসেবা।

শান্তিনিকেতনের পাশাপাশি পরিসেবা অঞ্চলের মধ্যে থাকবে এর আশপাশের এলাকা।

পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং বোলপুরের বিধায়ক মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এ কথা জানান।

ইতিমধ্যে বোলপুর শহরে ১৩টি টাওয়ার বসানোর কাজ চলছে। শিগগিরই কাজ শেষ হবে বলে জানান মন্ত্রী।

কাজ সম্পূর্ণ হলে শান্তিনিকেতন এবং শ্রীনিকেতনসহ আশপাশের এলাকায় ফোর-জি সুবিধাসম্পন্ন হ্যান্ডসেট থাকলেই বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।