ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ফিরেই আটক মমতার সফরসঙ্গী শিবাজী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
কলকাতায় ফিরেই আটক মমতার সফরসঙ্গী শিবাজী

কলকাতা: ঢাকায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী শিবাজী পাঁজা বাংলাদেশ থেকে কলকাতায় ফেরার সঙ্গে সঙ্গে আটক হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে কলক‍াতা বিমানবন্দরে নাম‍ার পর ইমিগ্রেশন কাউন্টারে তাকে আটক করে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে দিল্লি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শিবাজী পাঁজা পেশায় একজন শিল্পপতি। তিনি চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত।

গত ১৯ ফেব্রুয়ারি, দিল্লি পুলিশ একটা অর্থ বিষয়ক মামলায় তার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করে। তারই ধারাবাহিকতায়  তাকে আটক করে অভিবাসন দপ্তর।

মুখ্যমন্ত্রীর সফর সঙ্গীর এই আটকের ঘটনায় পশ্চিমবঙ্গে যথেষ্ট চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।