কলকাতা: পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ তে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) পশ্চিবঙ্গে সোয়াইন ফ্লু আক্রান্ত আরো পাঁচ রোগী সনাক্ত হওয়ায় এ সংখ্যা দাঁড়ায়।
রাজ্যে ইতিমধ্যেই সোয়াই ফ্লু আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিন্তার ভাঁজ পড়ছে চিকিৎসকদের কপালে।
এদিকে ওষুধ ও মাস্কের অভাব নেই বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেইসঙ্গে প্রচার মাধ্যমে সোয়াইন ফ্লু সম্পর্কে সচেতনতামূলক প্রচারও চলছে বলে জানা যায়।
কলকাতার বি সি রায় শিশু হাসপাতাল, বেলেঘাটা আই ডি তে সোয়াইন ফ্লু পরীক্ষা করা হচ্ছে। তবে এ পরীক্ষার ফল পেতে যথেষ্ট সময় লাগছে বলে অভিযোগ করছেন রোগীদের আত্মীয়-স্বজন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যতটা দ্রুত সম্ভব পরীক্ষা করে ফলাফল প্রকাশ করা হচ্ছে।
গোটা ভারতে সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজারে এবং আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৪ জনে।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫