কলকাতা: মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) লোকসভায় ‘জমি অধিগ্রহণ বিল’ উত্থাপনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্যদের বিক্ষোভে উপস্থিত ছিলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়।
এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের সঙ্গে মুকুলেরে বেশ দূরত্ব সৃষ্টি হয়েছে।
কয়েক দফা সারদা কাণ্ডে গোয়েন্দা সংস্থার জেরার মুখে পড়েছিলেন মুকুল রায়। যদিও অভিযোগে তার নাম দাখিল করেনি সিবিআই।
এদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতা মুকুল রায়ের দল ছাড়া নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে।
এরইমধ্যে মুকুল রায়ের পুত্র পশ্চিমবঙ্গের বিধায়ক শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আলোচনায় বসেছিল দলের শৃঙ্খলা কমিটি।
তবে দল ছাড়ার বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি মুকুল রায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লোকসভার বিক্ষোভ কর্মসূচিতে মুকুল রায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তিনি আসেন নি।
‘জমি অধিগ্রহণ বিল’ নিয়ে সরকার বিরোধী দলগুলো প্রতিবাদ জানাচ্ছে। এ নিয়ে তারা পৃথকভাবে বিভিন্ন কর্মসূচিও পালন করছেন।
তারা বলছেন, ‘জমি অধিগ্রহণ বিল’ দেশের কৃষক সমাজের স্বার্থের পরিপন্থী। তাই বিলটি রহিত করতে হবে।
এই প্রতিবাদে সারিতে শামিল হয়েছেন দেশটির দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে।
মঙ্গলবার আন্না হাজারের প্রতিবাদ মঞ্চে সদ্য নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও যোগ দেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫