ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মদন মিত্রকে গ্রেপ্তারের নির্দেশ কলকাতা উচ্চ আদালতের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
মদন মিত্রকে গ্রেপ্তারের নির্দেশ কলকাতা উচ্চ আদালতের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর পরও সারদা আর্থিক কেলেঙ্কারি মামালায় ফের জেলে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দলের নেতা ও রাজ্যের সদ্য সাবেক হওয়া পরিবহন মন্ত্রী মদন মিত্রকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলকাতা উচ্চ আদালত জামিন খারিজ করে দিয়ে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।



এর আগে নিম্ন আদালত জামিন দিয়েছিলেন তাকে।

এদিকে বুধবার (১৮ অক্টোবর) রাতে মদন মিত্রের পদত্যাগপত্র গ্রহণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আদালতে মদন মিত্রের আইনজীবীরা জোর চেষ্টা চালালেও লাভ হয়নি। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই’র আবেদনের শুনানিতে তার জামিন খারিজ করেন বিচারকরা।

মদন মিত্রকে আবারও গ্রেপ্তারের আদেশ পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে যথেষ্ট আলোড়ন তুলতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ভিএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।