ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

নীতিশের শপথে একমঞ্চে আম-বাম-তৃণমূল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
নীতিশের শপথে একমঞ্চে আম-বাম-তৃণমূল

কলকাতা: বিহারের রাজ্য সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল, তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কমিউনিস্ট পার্টি-মার্ক্সিস্ট’র (সিপিএম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

শুক্রবার (২০ নভেম্বর) পাটনার গান্ধী ময়দানে আয়োজিত এ শপথ অনুষ্ঠানে এক মঞ্চে আসন নেন তারা।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আসতে না পারলেও বিহার বিজেপি’র পক্ষে অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভেঙ্কাইয়া নাইডু ও রাজীবপ্রতাপ রুডি।

সাম্প্রতিক নির্বাচনে বিহার রাজ্যে বিজেপিকে হারিয়ে সরকার গঠন করছে লালু প্রসাদের দল আরজেডি ও নীতিশ কুমারের দল জেডিইউ’র সমন্বয়ে গঠিত জোট।

এ জোটের সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার। এ নিয়ে পঞ্চমবারের মতো মুখ্যমন্ত্রীর আসনে বসছেন নীতিশ। আর উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব।

মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন নীতিশের জেডিইউ‘র ১২ জন এবং লালুর আরজেডির ১২ জন রাজনীতিক। এছাড়া, কংগ্রেসের থাকছেন ৪ জন।

রাজনৈতিক মহল মনে করছে, এ শপথ অনুষ্ঠানে বিভিন্ন দলের যোগদান বিজেপি-বিরোধী জোট গড়ার সম্ভাবনা প্রবল করে তুলছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
ভিএস/আইএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।