ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

রামধনু নেমেছে কলকাতার উপ হাই কমিশন প্রাঙ্গণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
রামধনু নেমেছে কলকাতার উপ হাই কমিশন প্রাঙ্গণে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: প্রাক শীতের মিঠে রোদে যেন রামধনু নেমে এসেছে উপ হাই কমিশন প্রাঙ্গণে । তুলির আঁচর আর রঙের ছটায় ক্যানভাসে ফুটে উঠেছে একের পর এক অপূর্ব সৃষ্টি।

শিল্পীদের মনের রঙের সাথে তুলির রঙ মিলে ক্যানভাসে উঠে আছে শান্তি, সৌহার্দ আর নতুন দিনের কথা।

শুক্রবার (২০ নভেম্বর) থেকে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশন প্রাঙ্গণে  শুরু হওয়া ‘আর্ট ক্যাম্প’ রাঙ্গিয়ে দিচ্ছেন দুই দেশের শিল্পীরা। শনিবার (২১ নভেম্বর) তাদের আঁকা ছবি গুলি এক অন্যমাত্রা দিয়েছে।

কমিশন প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, বাংলাদেশের শিল্পী রফিকুন নবী, কালিদাস কর্মকার, মনিরুল ইসলাম, আবুল বারাক আলভী, শেখ আফজাল, মোহাম্মদ ইউনুস, রণজিৎ দাস, ওয়াইকিলুর রহমান, মোহাম্মদ ইকবাল, বিশ্বজিৎ গোস্বামীসহ পশ্চিমবঙ্গের  শিল্পীরা।

শুক্রবার এই ক্যাম্পের উদ্বোধন করেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর। আর্ট ক্যাম্প চলবে রোববার  (২২ নভেম্বর) পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২১ , ২০১৫
ভি.এস/ওএইচ




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।