ভুমতাং, ভুটান থেকে: রাত আটটায় ভুমতাংয়ে তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। রাত বাড়ার সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ।
সোমবার (২৩ নভেম্বর) রাতে কালিয়া গেস্ট হাউজে ভুমতাংয়ের জেলা কমিশনার ফুব সেরিং বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী র্্যালিকে উত্তরীয় পরিয়ে ভুমতাংয়ে স্বাগত জানান।
গেস্ট হাউজের রুমগুলো বিশেষ কয়লার হিটারে গরম রাখা হয়েছে। অভ্যর্থনাকারীরা জানান, রাতে এ তাপমাত্রা মাইনাস ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে।
পাহাড়ি উপত্যকার পাথরের রাস্তা পেরোতে আজ বেশ সময় লেগেছে। পরিকল্পিত সময় ৮ ঘণ্টা ধরা হলেও ২৭৫ কিলোমিটার পথ পেরোতে সময় লেগে যায় ১১ ঘণ্টা।
এর আগে সকালে ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী ডি এন ধুনজেল র্্যার ফ্ল্যাগ অফ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভুটানের শ্রম ও জনশক্তি বিষয়ক মন্ত্রী নিনা সাংগায় শেম্পো, থিম্পুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী এবং ভারতের রাষ্ট্রদূত গৌতম বামবাওয়ালে।
পাহাড়ি ঢাল আর উপত্যকায় দোচুলা, সেফু-চাজাম, ত্রংসা জেলা অতিক্রম করে ২০টি গাড়ির বহর। এ জেলা ভুটানের ঠিক মাঝে। পশ্চিম দিকে থিম্পু শহর।
কয়েক হাজার ফুট ওপরের পাহাড়ি পথে ঝরনা, দলছুট মেঘ, বরফের স্তর পড়া উঁচু শৃঙ্গ সবই পেরিয়েছি। পথে খুব বেশি গ্রাম চোখে পড়েনি। আর উপত্যকার এ পথে কয়েক ঘণ্টা পর হয়তো মিলেছে একটি বা দু’টি গাড়ি। ধুলামাখা পাহাড়ি পথ আর ঝরনার ছটায় গাড়িগুলোতে মাটির স্তর জমেছে।
র্যালিতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মন্ডলের নেতৃত্বে ৬ সদস্যের দলে রয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়াডর্স অ্যাসোসিয়েশনের পরিচালক (পোস্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায় এবং বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল হক।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এএ
** অস্ত্রহীন পুলিশ, সিগন্যাল ছাড়া ট্রাফিক
** পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!
** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র্যালি
** র্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’