ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

১৩শ ফুট ওপরে বরফ মাড়িয়ে ছুটে চলা

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
১৩শ ফুট ওপরে বরফ মাড়িয়ে ছুটে চলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জুলখং থেকে মনগারের পথে: কখনো মনে হচ্ছে এই বুঝি পাহাড়ের কোলে আর পথ নেই। সামনে শুধু পাইন বন আর ঘন সবুজ পাহাড়ি উপত্যকা।

কিন্তু ঠিকই ধীরে বামে মোড় নেয় র‌্যালি। দৈত্যের মতো পাহাড়গুলোর শৃঙ্গে সূর্যের কিরণকে যেনো পাত্তাই দিচ্ছে না জমে থাকা বরফ। বরং সূর্যের আলোকে আড়াল করে অন্যপাশে বরফাচ্ছন্ন করে রেখেছে শৃঙ্গগুলো।

ধূলিমাখা পাহাড়ি রাস্তাতেই লবণের মতো ছিটিয়ে আছে বরফ। আবার পিচঢালা রাস্তার অবস্থাও একই। উপত্যকায় চরে বেড়াচ্ছে ঘোড়া। মেষপালকরা তাড়িয়ে যাচ্ছে শীতের কাপড়ে নিজেদের মুড়িয়ে। এরই মধ্যে চলছে র‌্যালির গাড়িবহর।

সিওম এলাকায় ঢুকলেই পর্বতের আরও উপরে উঠতে শুরু করে গাড়িবহর। পাইনগাছের জঙ্গল পাহাড়ের গায়ে আশ্রয় নিয়েছে শক্ত করেই। শীত বা রোদে অনেকগুলোর পাতা খয়েরি হয়ে গেছে। আবার অনেক গাছের পাতা ঢেকে আছে বরফে। ঘন গহীন পাহাড়ি জঙ্গল। বরফে শুভ্র রাস্তা। এরই মধ্যে চলা।

ওয়্যারলেসে জানানো হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩শ ফুট ওপরে র‌্যালি। দূরে হিমালয়ের চূড়া।

বেশ সতর্কতার সঙ্গে ধীর গতিতে বরফাচ্ছন্ন রাস্তার উপরে ঘুরছে গাড়ির চাকা। কারণ একটু ভুল বা অসতর্কতায় চলে যেতে হতে পারে হাজার ফুট নিচে।

পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা ঝরনাগুলোও এখন বরফের বড় বড় খণ্ড।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এমএন/এএ

** বিদায় ‘ভ্যালি অব বিউটিফুল গার্লস’
** ভুনতাংয়ের ঠাণ্ডায় তুগবোর উত্তাপ
** ইয়াকের দেখা মিললো উরা উপত্যকায়
** মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার ভুমতাংয়ে
** অস্ত্রহীন পুলিশ, সিগন্যাল ছাড়া ট্রাফিক
** পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!
** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।