গৌহাটি থেকে শিলচরের পথে, আসাম: এ যেন বাংলাদেশ। বুধবার (২৫ নভেম্বর) ভুটান পেরোনোর পর থেকেই সমতল ভূমি।
অাসামের মানুষের বাংলা উচ্চারণ বাংলাদেশের মতোই। পশ্চিমবঙ্গের বাংলা উচ্চারণ থেকে যা সম্পূর্ণ অালাদা।
বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মৈত্রী র্যালি এখন ব্রহ্মপুত্র নদের উপত্যকায়। উত্তর-পূর্ব ভারতের প্রদেশ অাসামের সবচেয়ে বড় শহর গৌহাটি। এ প্রদেশকে বলা হয় কামাখ্যা দেবির ভূমিও। এ শহরে দেখতে বাংলাদেশের যেকোনো শহরের মতোই। তবে প্রকৃতির সঙ্গে সর্ম্পক অনেক বেশি। তাইতো শহর থেকে বের হওয়ার পথেই হাতির রাস্তা পেরোনোর জন্য থামতে হলো কিছুটা।
টিলার মতো পাহাড়ে ঘেরা গৌহাটি। তবে এসব পাহাড়ে সুপারি গাছই বেশি দেখা যাচ্ছে। এছাড়াও দেখা মিলছে কড়ই গাছ, সৃষ্টি গাছ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গৌহাটির জিঞ্জার হোটেল থেকে ফ্ল্যাগ অফ করে র্যালি। ৩৪৪ কিলোমিটার পথ অতিক্রম করে শিলচরে পৌঁছবে র্যালি। তবে টিলা পেরোনোর এ পথের পরিকল্পিত সময় আট ঘণ্টা ধরা হয়েছে।
এর অাগে বুধবার রাতে গৌহাটি পৌঁছে র্যাডিসন ব্লু হোটেলে টয়োটার সহযোগিতায় রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজের ‘লেটস মেক অাওয়ার রোডস সেফার’ শীর্ষক এক সেমিনারে অংশ নেয় র্যালি।
সেমিনারে বাংলাদেশ দলের প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মণ্ডল ২ দেশে গত ১২ দিনের প্রায় ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন।
এর অাগে র্যালির ১২তম দিনে ৩৯৫ কিলোমিটার পথ অতিক্রম করে র্যালি। এর মধ্যে মংগার-ত্রাসিগাং, সমুদ্রুপ জংকার হয়ে ভুটানের সীমানা রাঞ্জিয়াতে পৌঁছাতে ২৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে। এরপর ভারতে প্রবেশ করে গৌহাটি শহরে পৌঁছাতে আরো ১০০ কিলোমিটার পথ অতিক্রম করে।
র্যালিতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মণ্ডলের নেতৃত্বে ছয় সদস্যের দলে রয়েছেন- জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক (পোস্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায় এবং বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল হক।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এমএন/জেডএস
** অবশেষে সমতলে, ব্রহ্মপুত্রের পাড়ে
** পাপীকে গ্রাস করা মেবার টিশো হ্রদ
** পুরে ওয়ারমং বাজারে
** যে দেশে সুখটাই প্রধান
** আবারও ভারতের উদ্দেশে যাত্রা
** ভুটানে শেষ রাত, মনগারে র্যালি
** ১৩শ ফুট ওপরে বরফ মাড়িয়ে ছুটে চলা
** বিদায় ‘ভ্যালি অব বিউটিফুল গার্লস’
** ভুনতাংয়ের ঠাণ্ডায় তুগবোর উত্তাপ
** ইয়াকের দেখা মিললো উরা উপত্যকায়
** মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার ভুমতাংয়ে
** অস্ত্রহীন পুলিশ, সিগন্যাল ছাড়া ট্রাফিক
** পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!
** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র্যালি
** র্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র্যালি