ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতেও পাকিস্তানি ২ গুপ্তচর আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
দিল্লিতেও পাকিস্তানি ২ গুপ্তচর আটক

কলকাতা: দিল্লিতে থেকেও পাকিস্তানি ২ গুপ্তচরকে আটক করা হয়েছে।   

রোববার (২৯ সেপ্টেম্বর) এর আগে কলকাতা থেকে তিন পাকিস্তানি গুপ্তচরকে আটক করা হয়।



তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দিল্লিতে অভিযান চালিয়ে তাদের আটক করে টাস্কফোর্স সদস্যরা।

অসমর্থিত সূত্রের মাধ্যমে জানা গেছে, আটক দু’জনের মধ্যে একজন বিএসএফ সদস্য রয়েছেন।

এদের মধ্যে একজনের নাম খাফিতুল্লা খান ওরফে মাস্টার রাজা অন্যজন আব্দুল রাসাদ। মাসার রাজা কাশ্মীরের রাজৌরি জেলার বাসিন্দা। আবদুল রাসাদ বিএসএফ কনস্টেবল পদে কর্মরত রয়েছেন বলেও জানা গেছে।  

জানা গেছে, আবদুল রাসাদ জম্মু-কাশ্মীরে কর্মরত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
ভিএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।