কলকাতা: ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) জেরার মুখোমুখি হয়েছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শঙ্কুদেব পান্ডা।
বুধবার (২ ডিসেম্বর) তিনি কলকাতার সিজিও কমপ্লেক্সে সিবিআই কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
সারদা আর্থিক কেলেঙ্কারি মামালায় তাকে জেরা করা হবে বলে জানা গেছে।
এর আগে তৃণমূলের এই প্রভাবশালী নেতাকে তলব করে সিবিআই। প্রাথমিকভাবে সেই তলবে হাজির না হলে তাকে আইনি নোটিশ পাঠানোর পরিকল্পনার কথা সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা যায়।
তবে নোটিশ পাঠানোর আগেই তিনি সিবিআই কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান।
২০১৬ সালের বিধান সভা নির্বাচনের আগে শাসক দলের সামনের সারির এই নেতাকে জেরা করার বিষয়টি তৃণমূল কংগ্রেসের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
ভিএস/এমজেএফ