ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দার্জিলিংয়ে ফের চালু হলো টয় ট্রেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
দার্জিলিংয়ে ফের চালু হলো টয় ট্রেন ছবি: সংগৃহীত

কলকাতা: ২০১০ সালে বন্ধ হয়ে যাওয়া ভারতের অন্যতম ‘হেরিটেজ’ দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন আবার চালু হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) সকালে এই ট্রেন প্রায় পাঁচ বছর পর আবার শিলিগুড়ির উদ্দেশে দার্জিলিং ছেড়েছে।



যাত্রার সময় মাত্র একজন যাত্রী ট্রেনে সওয়ার হয়েছেন। তবে কয়েক দিনের মধ্যেই দেশ-বিদেশের পর্যটকরা আবার আগের মতোই এই ট্রেনে যাত্রার আনন্দ উপভোগ করবেন বলে আশা সবার।

পাহাড়ের গাঁ ঘেঁষে তৈরি মিটারগেজ লাইন ১৮৮১ সালে নির্মিত। ২০১০ সালে পাগলাঝোরা ভূমি ধস ও ২০১১ সালে তিনধারিয়া এলাকার ভূমি ধস এই রেলপথ বন্ধ করে দেয়।

২ হাজার ২৫৮ মিটার উঁচু দিয়ে চলা এই রেল ইউনেস্কোর ‘হেরিটেজ’ সাইটগুলোর একটি। নতুন করে টয় ট্রেন চালু হওয়ায় খুশি দার্জিলিংয়ের সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।