ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার সিপাহীজলা সীমান্তে চলাফেরায় নিষেধাজ্ঞা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
ত্রিপুরার সিপাহীজলা সীমান্তে চলাফেরায় নিষেধাজ্ঞা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের প্রশাসনিক জেলা সিপাহীজলার প্রশাসকের এক আদেশে এখানকার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় জনসাধারণের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সিপহীজলা জেলার আওতাধীন সোনামুড়া ও বিশালগড় মহকুমার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভারতীয় অংশের ৫০০ মিটার এলাকায় প্রতিদিন ভারতীয় সময় রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত যে কোনো চলাফেরা বন্ধের নির্দেশ কার্যকর থাকবে।



আদেশে বিস্তারিতভাবে বলা হয়েছে, এ বিধিনিষেধ সামরিক। তবে আধাসামরিক বহিনী এবং ত্রিপুরা পুলিশ যারা আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত তাদের জন্য এটি কার্যকর হবে না।

তাছাড়া সিপাহীজলা পুলিশ সুপার এবং জেলার আওতাধীন সোনামুড়া ও বিশালগড় মহকুমার শাসকের বৈধ অনুমতি প্রাপ্ত ব্যক্তি, জরুরি কাজে নিযুক্ত ব্যক্তি, রোগীদের ক্ষেত্রে আদেশটি স্থগিত থাকবে।

এছাড়া অন্য কোনো ব্যক্তি এই আদেশ অমান্য করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুসারে দোষী সাব্যস্ত হবেন।

আদেশটি ২৯ ফেব্রুয়ারি-২০১৬ পর্যন্ত কার্যকর থাকবে বলে জেলা প্রশাসকের নির্দেশে উল্লেখ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।