আগরতলা: উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের প্রশাসনিক জেলা সিপাহীজলার প্রশাসকের এক আদেশে এখানকার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় জনসাধারণের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সিপহীজলা জেলার আওতাধীন সোনামুড়া ও বিশালগড় মহকুমার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ভারতীয় অংশের ৫০০ মিটার এলাকায় প্রতিদিন ভারতীয় সময় রাত ৮টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত যে কোনো চলাফেরা বন্ধের নির্দেশ কার্যকর থাকবে।
আদেশে বিস্তারিতভাবে বলা হয়েছে, এ বিধিনিষেধ সামরিক। তবে আধাসামরিক বহিনী এবং ত্রিপুরা পুলিশ যারা আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত তাদের জন্য এটি কার্যকর হবে না।
তাছাড়া সিপাহীজলা পুলিশ সুপার এবং জেলার আওতাধীন সোনামুড়া ও বিশালগড় মহকুমার শাসকের বৈধ অনুমতি প্রাপ্ত ব্যক্তি, জরুরি কাজে নিযুক্ত ব্যক্তি, রোগীদের ক্ষেত্রে আদেশটি স্থগিত থাকবে।
এছাড়া অন্য কোনো ব্যক্তি এই আদেশ অমান্য করলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুসারে দোষী সাব্যস্ত হবেন।
আদেশটি ২৯ ফেব্রুয়ারি-২০১৬ পর্যন্ত কার্যকর থাকবে বলে জেলা প্রশাসকের নির্দেশে উল্লেখ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
আইএ