ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ভোট হয়েছে অবাদ ও শান্তিপূর্ণ: নির্বাচন দপ্তর

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ত্রিপুরায় ভোট হয়েছে অবাদ ও শান্তিপূর্ণ: নির্বাচন দপ্তর

আগরতলা: ত্রিপুরা রাজ্যের পুর ও নগর নির্বাচনে ভোটাররা ভোট দিয়েছেন অবাদ ও শান্তিপূর্ণভাবে। ভোটকে কেন্দ্র করে কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ত্রিপুরা রাজ্য নির্বাচন দপ্তর।



বুধবার (৯ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় মহাকরণে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী কর্মকর্তা জি কে রাও।

তিনি জানান, সব মিলিয়ে রাজ্যে ভোট পড়েছে ৮৮.২৪ শতাংশ। এর মধ্যে সর্বাধিক ভোট পড়েছে খোয়াই জেলায়, সেখ‍ানে ভোটের হার ৯৬.৬০ শতাংশ। সর্বনিম্ন ভোট পড়েছে ৮৩.৫৬ শতাংশ।

একটি বুথেও পুনঃনির্বাচনের দাবি করেনি কোনো রাজনৈতিক দল বলেও জানান জি কে রাও।

ভোট প্রক্রিয়াকে অবাদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য রাজ্যের সকল ভোটারদের শাসক বামফ্রন্টের তরফে আন্তরিক অভিন্দন জানানো হয়েছে।
 
বিরোধী দল কংগ্রেসের তরফে কিছু কিছু এলাকায় বুথ জ্যামের অভিযোগ করা হলেও পুনভোটের দাবি করা হয়নি।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।