কলকাতা: বিজয় দিবস উদযাপনে পাঁচ দিনব্যাপী কর্মসূচি নিয়েছে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশন। এসব কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপ হাই কমিশনার জকি আহাদ এ কথা জানান।
নেতাজী ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। ফলে কলকাতার সাধারণ মানুষ বিজয় দিবসের কর্মসূচি উপভোগ করতে পারবেন।
এখানে বাংলাদেশের সঙ্গীত, বিভিন্ন খাবারের সঙ্গে থাকবে নানা ধরনের শিল্পকর্মের স্টল।
উৎসবে বাংলাদেশি শিল্পী রুনা লায়লা, এলআরবি, রেনেসাঁ, সিমা, শাহীন, ফেন্সী, মৌটুসী, অনিমাসহ আরও এক ঝাঁক শিল্পীর অংশ নেওয়ার কথা রয়েছে।
পাঁচ দিনের আয়োজনে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। নজরুল সঙ্গীত, বাউল গান ও কবিগুরুর গানের সঙ্গে থাকছে আধুনিক গান।
এছাড়াও থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক ও টাঙ্গাইলের তাঁতের শাড়ি, হস্তশিল্প, সিরামিক ও মেলামাইন পণ্যের প্রদর্শনী।
** কলকাতায় পাঁচ দিনব্যাপী বিজয় দিবসের কর্মসূচি
বাংলাদেশ সময়: ০২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ভিএস/এটি