ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যুক্ত হলো ত্রিপুরা-বাংলাদেশ বিদ্যুৎ লাইন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
যুক্ত হলো ত্রিপুরা-বাংলাদেশ বিদ্যুৎ লাইন

আগরতলা: বিজয় দিবসকে সামনে রেখে ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ রফতানির লক্ষ্যে যুক্ত হলো সূর্যমণিনগর ও কুমিল্লার মধ্যে ৪০০ কেভি ডাবল সার্কিট বিদ্যুৎ পরিবাহী লাইন।

এ লাইনের ভারতীয় অংশের ১৭ কিমি দীর্ঘ লাইন নির্মাণের দায়িত্বে ছিলো ভারত সরকারের পাওয়ার গ্রিড কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (পিজিসিআইএল) ।



রোববার (১৩ ডিসেম্বর) পিজিসিআইএল’র ত্রিপুরা রিজিয়নের সহায়ক মহাপ্রবন্ধক এম এস কে সিং এক বিজ্ঞপ্তি জারি করে এর ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বরের পরে যেকোনো দিন সূর্যমণিনগর-কুমিল্লার মধ্যে পরিবাহী লাইন পরীক্ষামূলকভাবে চার্জ করা হবে।

এই ৪০০ কেভি ডাবল সার্কিট বিদ্যুৎ পরিবাহী লাইনটি সূর্যমণিনগর বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র থেকে শুরু হয়ে দক্ষিণ চাম্পামুড়া, মধ্য লক্ষ্মীবিল,
নেহাল চন্দ্রনগর, গকুলনগর, পুরাথল রাজনগর ও কৈয়াঢেপা হয়ে কুমিল্লা প্রবেশ করবে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ওএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।