কলকাতা: শিল্পীর নিজের হাতের তৈরি শিল্পকর্ম নিয়ে অনুষ্ঠিত মেলা শেষ হয়েছে। শিল্পীরাই ছিলো মেলার বিক্রেতা।
প্রতিবছর পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে হাজির হন শিল্পীরা। সেখানেই হয় তাদের কিছু দিনের অস্থায়ী ঠিকানা।
বিক্রিবাট্টা এবার হয়েছে ভালোই। তাই শহর ছেড়ে যাওয়ার আগে শিল্পীরা জানিয়ে গেলেন, আগামী বছর অবশ্যই আসবেন। মেলায় শিল্পীদের সঙ্গে আলাপে
জানা যায়, সেই অর্থে কোনো প্রথাগত শিক্ষা নেই তাদের। বংশানুক্রমে পাওয়া শিল্পের ধারা বয়ে নিয়ে চলেছেন এরা। আর গ্রামীণ সেই শিল্প তাক লাগিয়েছে কলকাতার শিল্পপ্রেমীদের।
মাটির হাঁড়ি, গাছের পাতা, বুনো ফল, মাছের আঁশ, ধানের তুস প্রভৃতি শিল্পীদের উপকরণ। মাটির গন্ধ মাখা শিল্পের এই মেলার জন্য আবার দিন গুনতে শুরু করছেন কলকাতাবাসী।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ভিএস/এএ