ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হস্তশিল্প মেলার জন্য আবার অপেক্ষা কলকাতাবাসীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
হস্তশিল্প মেলার জন্য আবার অপেক্ষা কলকাতাবাসীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: শিল্পীর নিজের হাতের তৈরি শিল্পকর্ম নিয়ে অনুষ্ঠিত মেলা শেষ হয়েছে। শিল্পীরাই ছিলো মেলার বিক্রেতা।

কঠোরভাবে এ নিয়ম মেনে দীর্ঘদিন কলকাতায় চলে আসছে এ মেলা। কেউ ব্যতিক্রম ঘটালেই বহিষ্কার।

প্রতিবছর পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে হাজির হন শিল্পীরা। সেখানেই হয় তাদের কিছু দিনের অস্থায়ী ঠিকানা।

বিক্রিবাট্টা এবার হয়েছে ভালোই। তাই শহর ছেড়ে যাওয়ার আগে শিল্পীরা জানিয়ে গেলেন, আগামী বছর অবশ্যই আসবেন। মেলায় শিল্পীদের সঙ্গে আলাপে
জানা যায়, সেই অর্থে কোনো প্রথাগত শিক্ষা নেই তাদের। বংশানুক্রমে পাওয়া শিল্পের ধারা বয়ে নিয়ে চলেছেন এরা। আর গ্রামীণ সেই শিল্প তাক লাগিয়েছে কলকাতার শিল্পপ্রেমীদের।

মাটির হাঁড়ি, গাছের পাতা, বুনো ফল, মাছের আঁশ, ধানের তুস প্রভৃতি শিল্পীদের উপকরণ। মাটির গন্ধ মাখা শিল্পের এই মেলার জন্য আবার দিন গুনতে শুরু করছেন কলকাতাবাসী।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর  ১৪, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।