আগরতলা: বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের সঙ্গে সঙ্গতি রেখে ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন অফিসেও যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মহ. সখোয়াত হোসেইন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মহ. সখোয়াত হোসেইন ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৯টায় আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকার শহীদ ভারতীয় সৈন্যদের স্মৃতিতে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা কারা দপ্তরের মন্ত্রী মণীন্দ্র রিয়াংসহ পশ্চিম জেলার জেলাশাসক মিলিন্দ রামটেক ও অন্যান্য কর্মকর্তারা।
শ্রদ্ধাজ্ঞাপন শেষে রাজ্যপাল তথাগত রায় বলেন, ভারতীয় সৈন্যদের সহযোগিতা ছাড়া পাকিস্তানি সেনাদের অত্যাচার প্রতিহত করা কঠিন ছিল- একথা বিশ্ববাসী জানে এবং বাংলাদেশ এই বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।
বাংলাদেশ সময়: ১২১১ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসএন/এমজেএফ