ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বুদ্ধিস্ট কনফেডারেশনের সেমিনার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আগরতলায় বুদ্ধিস্ট কনফেডারেশনের সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে এক সেমিনারের আয়োজন করেছে ন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সেমিনারের উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে সেমিনারটি চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

এতে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক লামা লবজং, নেপাল সরকারের সংস্কৃতি, পর্যটন ও অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রী আনন্দ প্রসাদ পোকরেল, শ্রীলঙ্কার সাংসদ নবরত্ন থেরোসহ ভারত, নেপাল ও শ্রীলঙ্কার বৌদ্ধ পণ্ডিতরা।
 
 বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে আগরতলা প্রেসক্লাবে আয়োজকদের তরফে এক সাংবাদিক সম্মেলনে এসব খবর জানানো হয়।

আয়োজকরা জানান, ভারতের বর্তমান সরকার অ্যাক্ট ইস্ট নীতি গ্রহণ করেছে কিন্তু মানুষের সঙ্গে মানুষের ও সাংস্কৃতিক মেলবন্ধনের উদ্দেশে এই সেমিনারের আয়োজন করা হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নেপাল সরকারের সংস্কৃতি, পর্যটন ও অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রী আনন্দ প্রসাদ পোকরেল, শ্রীলঙ্কার সাংসদ অতুল্য রত্ন থেরা, সব্যসাচী দত্ত, হর্ষ নবরত্ন থেরো প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসএন/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।