আগরতলা: ত্রিপুরার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে বৌদ্ধ ধর্ম বিষয়ক আন্তর্জাতিক সেমিনার।
শুক্রবার (১৮ ডিসেম্বর) ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধন শীর্ষক তিন দিনব্যাপী এ সেমিনার শুরু হয়।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সেমিনারের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।
মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় বলেন, বর্তমান বিশ্ব জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বৌদ্ধ ধর্ম মনুষ্যত্বের উন্নয়ন ও অহিংসার কথা বলে, যা থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত।
সেমিনারে আরও বক্তব্য দেন- নেপাল সরকারের সংস্কৃতি,পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আনন্দ প্রসাদ পোকরেল, শ্রীলঙ্কার সাংসদ নবরত্ন থেরোসহ বিভিন্ন দেশের অতিথিরা।
সেমিনারে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, লাউস, কম্বোডিয়া, হংকংয়ের বৌদ্ধ পণ্ডিতরা অংশ নিয়েছেন। ন্যাশনাল বুদ্ধিষ্ট কনফেডারেশনের উদ্যোগে সেমিনারটি চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
আরএম
** আগরতলায় বুদ্ধিস্ট কনফেডারেশনের সেমিনার