ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বামফ্রন্টের বিজয় সমাবেশ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আগরতলায় বামফ্রন্টের বিজয় সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলার পুরনিগম নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয় হওয়ায় বিজয় সমাবেশ করেছে ত্রিপুরা বামফ্রন্ট।

বুধবার (২৩ ডিসেম্বর) আগরতলার বিবেকানন্দ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এবারের পুরনিগম নির্বাচনে বামফ্রন্টের জয় একটি ঐতিহাসিক জয়। এই জয় শ্রেণি সংগ্রামের কার্যক্রম থেকে আলাদা নয়। আবার নতুন করে উন্নয়নের কর্মধারা শুরু করতে হবে।

তিনি আরও বলেন, আগরতলা পুরনিগমের একাংশ গরিব মানুষ বামফ্রন্ট থেকে মুখ ফিরিয়ে রেখেছে। এ সময় মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান নেতা কর্মীদের।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানিক দে, আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজীৎ সিনহা, সি পি আই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর প্রমুখ।

নির্বাচনে আগরতলা পুরনিগমের ৪৯টি আসনের মধ্যে ৪৫টি আসন পায় বামফ্রন্ট ও বাকি চারটি আসন পায় কংগ্রেস দল।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।