আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যে শুরু হয়েছে রাজ্যভিত্তিক ২১তম যুব উৎসব-২০১৫।
বুধবার (২৩ ডিসেম্বর) রাজ্য সরকারের যুব ও ক্রীড়া এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী সহিদ চৌধুরীর উদ্যোগে এ উৎসব শুরু হয়।
ধলাই জেলার অন্তর্গত আমবাসায় আয়োজিত এ উৎসবে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন, বিধায়ক নিরাজয় ত্রিপুরা, ললিত কুমার দেববর্মা, অঞ্জন দাস, এডিসির এমডিসি সুমতি দেববর্মা ও খগেন্দ্র রিয়াং, যুব ও ক্রীড়া দপ্তরের সচিব সমরজীৎ ভৌমিক, ধলাই জেলার প্রশাসক ডা. সন্দীপ আর রাঠোর প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী সহিদ চৌধুরী বলেন তারা যেন নিজেদের ক্যারিয়ারের পাশাপাশি সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত থাকেন। কেননা সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে সুস্থ মনের বিকাশ ঘটে।
উৎসবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা সংগীত ও লোকনৃত্য পরিবেশন করেন। এ উৎসব চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এসআর