ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আগরতলায় ঈদ-ই-মিলাদুন্নবী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় মহানবী হজরত মোহম্মদ (স.) এর জন্মদিন উপলক্ষে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আগরতলায় জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবীর আয়োজন করা হয়।



জুলুসটি শহরের ইন্দ্রনগর জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আগরতলা গাউছিয়া সমিতি ও অধ্যক্ষ হজরত মৌলানা ছৈয়দ শামসুল হুদা স্মৃতিসংসদ যৌথভাবে এর আয়োজন করে।

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে ত্রিপুরা রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।