ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হাতির পিঠে ঘোরা যাবে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
হাতির পিঠে ঘোরা যাবে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: হাতির পিঠে চেপে উপভোগ করা যাবে ত্রিপুরার সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির সৌন্দর্য।

শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহাকরণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাজ্যের বন-দফতরের মন্ত্রী নরেশ জমাতিয়া এ কথা জানান।



তিনি বলেন, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিকে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। চিড়িয়াখানায় নতুন করে তৈরি করা হচ্ছে ‘পাখীরা-লয়’ ও ‘রঙিন প্রজাপতি পার্ক’। ঢেলে সাজানো হচ্ছে সাপ বিভাগটিও।

আয়োজন করা হবে বন্যপ্রাণীর উপর তথ্য চিত্রের প্রদর্শনী। পাশাপাশি শিক্ষার্থীরা অর্ধেক খরচে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ও চিড়িয়াখানা ঘুরে দেখতে পারবে এমন সিদ্ধান্ত নিয়ে বন দফতর, জানান মন্ত্রী।

গত অর্থবছরে (২০১৩-১৪) সিপাহীজলায় ৮১ হাজার ১৪০জন পর্যটক আসেন এবং ২০১৪-১৫ অর্থবছরে ৬৪ হাজার ৩৭১জন পর্যটক আসেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।