ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় এসএফআইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
ত্রিপুরায় এসএফআইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): বুধবার (৩০ ডিসেম্বর) কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া তথা সি পি আই (এম) দলের সমর্থিত ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) ৪৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে।

আজ থেকে ৪৫বছর আগে কেরেল রাজ্যের রাজধানী
ত্রিবান্দম শহরে এসএফআই’র প্রতিষ্ঠিত হয়।



প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন ত্রিপুরা রাজ্যের প্রতিটি মহকুমায় সংগঠনের সবক’টি ইউনিটের উদ্যোগে দিনটি উদযাপন করা হয়।

দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সামাজিক কর্মসূচিও পালন  করা হয়।

এদিন স্থানীয় বিভিন্ন এলাকার হাসপাতাল, অনাথ আশ্রমের আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করে সংগঠনের ইউনিটগুলো।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫।
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।