ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় সেন্থিয়া হায়াসের প্রদর্শনীর উদ্বোধন করলেন ধীরাজ চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
কলকাতায় সেন্থিয়া হায়াসের প্রদর্শনীর উদ্বোধন করলেন ধীরাজ চৌধুরী

কলকাতা: কলকাতার একাডেমি অব ফাইন আর্টসে আমেরিকান শিল্পী সেন্থিয়া হায়াসের চিত্র প্রদর্শনীর উদ্বোধন করলেন শিল্পী ধীরাজ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচারের পরিচালক ড. টি কে বিশ্বাস।



ভারতীয় সংস্কৃতির উপর নির্ভর করে এ প্রদর্শনীর নাম রাখা হয়েছে ‘অ্যান এক্সক্লুসিভ এক্সপ্রেশন অব ইন্ডিয়ান মাইথোলজি’।

শিল্পী সেন্থিয়া হায়াস আমেরিকার অন্যতম বিখ্যাত শিল্পী যারা পশ্চিমা শিল্প, সংস্কৃতির বাইরের বিষয় তাদের শিল্পচর্চার মধ্যে এনেছেন।

সেন্থিয়া হায়াসের শিল্পকর্মে উঠে এসেছে ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি, সমাজ এবং ধর্মের বিভিন্ন রূপ।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।