ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা বিধানসভার একটি আসনে উপনির্বাচন চলছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
ত্রিপুরা বিধানসভার একটি আসনে উপনির্বাচন চলছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতের বিভিন্ন রাজ্যের ১২টি বিধানসভা আসনের সঙ্গে একযোগে ত্রিপুরার ৪১ নম্বর অমরপুর বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ আসনের বিধায়কের পদত্যাগের কারণে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।



শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ আসনের ভোটগ্রহণ প্রক্রিয়া।

সকাল থেকেই ভোটাররা ভোটকেন্দ্রে লাইন ধরে ভোটাধিকার প্রয়োগ করছেন। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অমরপুর বিধানসভা এলাকায় মোট ভোটার রয়েছেন ৩৮ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ৪৬৪ জন ও মহিলা ভোটার ১৮ হাজার ৮০৭ জন। মোট কেন্দ্রের সংখ্যা ৫১টি। এর মধ্যে ৮টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি ভোটকেন্দ্র সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।