ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

সূর্যকান্ত মিশ্রকে সামনে রেখে লড়ছে বামফ্রন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
সূর্যকান্ত মিশ্রকে সামনে রেখে লড়ছে বামফ্রন্ট সূর্যকান্ত মিশ্র

কলকাতা: সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে সামনে রেখেই ২০১৬ বিধান সভা নির্বাচনে লড়ছে বামফ্রন্ট।

প্রশ্ন উঠেছিলো, বামফ্রন্টের তরফে ভোটের মুখপাত্র কে হবেন? নির্বাচনে জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী? যদিও বামফ্রন্ট কাউকে মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেনি।



কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে সিপিএমের রাজ্য সম্পাদকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বেনজির।

পশ্চিমবঙ্গের নির্বাচনী তফসিল ঘোষণার পরে বামফ্রন্ট বিধানসভার ২৯৪ আসনের মধ্যে প্রথম দফায় ১১৬টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। বাকি আসনের প্রার্থী তালিকা পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে  দলের পক্ষ থেকে। ধারণা করা হচ্ছে, কংগ্রেসের জন্য আসন ছাড়ার বিষয় মাথায় রেখেই এ পরিকল্পনা করেছে তারা।

সোমবার (৭ মার্চ) দলীয় বৈঠকে এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

কংগ্রেসের সঙ্গে প্রচার প্রসঙ্গে বামফ্রন্ট জানিয়েছে, একমঞ্চে প্রচারে যাচ্ছে না তারা। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেন, বিরোধীরা যাতে ভোট ভাগাভাগি করতে না পরে সে জন্য একসঙ্গে নির্বাচনী লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
ভিএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।