ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুরের জমি ফেরত আবেদনকারীদের তালিকা প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুলাই ৪, ২০১১

কলকাতা: সিঙ্গুরের টাটা জমি প্রকল্পের ভিতরে জমি ফেরতের আবেদনকারী কৃষকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

রাজ্যের ভূমি সংস্কার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রোববার এ তালিকা প্রকাশ করা হয়।



সিঙ্গুর ভূমি সংস্কার ও উন্নয়ন আইন-২০১১ অনুযায়ী এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত ১৭ আবেদনকারীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। পরবর্তীতে যারা আবেদনপত্র জমা দেবেন তাদের নামের তালিকা ধাপে ধাপে প্রকাশ করা হবে।

আরও জানা গেছে, সপ্তাহে একবার করে এ নামের তালিকা প্রকাশ করা হবে।

এদিকে প্রশাসনের নির্দেশে সব সাপ্তাহিক ছুটি বাতিল করে সিঙ্গুরে ব্লক অফিসের কর্মীরা কাজ করছেন।

এছাড়া জমির সমীক্ষার পাশাপাশি জমা নেওয়া হচ্ছে কৃষকদের আবেদনপত্র। রোববারও ৩ জন কৃষক আবেদনপত্র জমা দিয়েছেন।

এখন পর্যন্ত ১ হাজার ৭শ’ ৩১টি আবেদনপত্র জমা পড়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।