ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কংগ্রেস-সিপিএম

আসন সমস্যা সমাধানে ইয়েচুরির বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আসন সমস্যা সমাধানে ইয়েচুরির বৈঠক

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও সিপিএম জোটের আসন সমঝোতার সমস্যা মেটাতে বৈঠক ডেকেছেন সিপিএময়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

সোমবার (২১ মার্চ) সিপিএম সূত্র জানায়, কংগ্রেসের সঙ্গে এখন তাদের ২২টি আসন নিয়ে সমস্যা রয়েছে।

আসন সমঝোতার সমস্যা মেটাতে সীতারাম ইয়েচুরি নিজেই এ বৈঠকে থাকবেন।

এদিকে, যখন শাসকদল তৃণমূল কংগ্রেস প্রচারণায় ব্যস্ত, তখন আসন সমস্যায় রয়েছে কংগ্রেস ও সিপিএম জোট। এ বৈঠকের ফলে জোটের আসন সমস্যা কেটে যাবে বলে আশাপ্রকাশ করেছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও।

বামফ্রন্টের চেয়ারম্যান চাইলেও দলের কয়েকজন শরিক তাদের ভাগের আসন ছাড়তে চাইছেন না। তাই আসন সমস্যা নিয়ে আলোচনা করতেই ইয়েচুরি বৈঠক ডেকেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীতারাম ইয়েচুরির এ বৈঠক জোটের আসন সমস্যা সমাধানে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
ভিএস/ওএইচ/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।