ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার বি বা দি বাগ বিজ্ঞাপনমুক্ত অঞ্চল ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১১
কলকাতার বি বা দি বাগ বিজ্ঞাপনমুক্ত অঞ্চল ঘোষণা

কলকাতা: মহানগরীর কেন্দ্রস্থল রূপে পরিচিত ময়দান থেকে বিনয়-বাদল-দিনেশ বাগ (বি বা দি বাগ) পর্যন্ত অঞ্চলের সৌন্দর্যায়নের জন্য এবার কলকাতা পৌরসভা বিজ্ঞাপনমুক্ত এলাকা হিসাবে ঘোষণা দিল।

এর ফলে, কলকাতার পার্কস্ট্রিট থেকে স্টেটসম্যান হাউজ, লালদীঘি সংলগ্ন মহাকরণ ও রাজভবনের সামনের সড়ক গর্ভমেন্ট প্লেস ইস্ট ও ওয়েস্টে এখন থেকে কোনও বিজ্ঞাপনী হোডিং বা বিল বোর্ড লাগানো যাবে না।



সোমবার এই নিয়ে একটি বৈঠক হয় কলকাতা পৌরসভায়। এই  বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র শোভন চ্যাটার্জি, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, মেট্রো রেল ও জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রকের আধিকারিকরা। এছাড়াও ছিলেন  মহানগরীর  বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার প্রতিনিধিরা।

বৈঠকে সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানিয়েছে কলকাতা পৌরসভা।

উল্লেখ্য, সাবেক বামফ্রন্টের মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের সময় একবার এই ধরণের পদক্ষেপ নিয়েছিল পৌরসভা। কিন্তু তখন আদালতে যায় বিজ্ঞাপনী সংস্থাগুলি। স্থগিতাদেশে জারি ঞয় এই নির্দেশের ওপর।

এদিনের  বৈঠকে সেই মামলাটি প্রত্যাহারের কথা পৌরসভাকে জানিয়েছে বিজ্ঞাপনী সংস্থাগুলি।

বাংলাদেশ  সময়: ০০৩৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।