আগরতলা: চার দফা দাবিতে আগরতলায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে আমরা বাঙালি দলের কর্মী-সমর্থকরা।
শনিবার (৪ জুন) ত্রিপুরার এডিসি এলাকায় বসবাসরত বাঙালিরা এ বিক্ষোভ মিছিলটি বের করেন।
![](http://www.banglanews24.com/media/imgAll/2016March/bg/AB-220160604204238.jpg)
মিছিলটি আগরতলা শিবনগর বাঙালি দলের কার্যালয়ের সামনে থেকে বের হয় রাজধানীর বিভিন্ন পথ প্রদক্ষিণ করে শিশু বিহার এলাকায় মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাসভবনের সামনে এসে বিক্ষোভ করতে থাকে।
এ সময় পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিতে গেলে তারা ব্যারিগেট ভেঙে বাসভবনের মূলগেটের সামনে গিয়ে বিক্ষোভ করে।
এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে এনে অন্যত্র সরিয়ে দেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
ওএইচ/এসএইচ