ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা পৌঁছেছে ট্রানজিটের প্রথম চালানের পণ্য

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, জুন ২০, ২০১৬
ত্রিপুরা পৌঁছেছে ট্রানজিটের প্রথম চালানের পণ্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: অবশেষে বাংলাদেশ হয়ে ত্রিপুরা এসে পৌঁছেছে ট্রানজিটের প্রথম চালানের পণ্য।

রোববার (১৯ জুন) স্থানীয় সময় বিকেলে আখাউড়া সীমান্ত দিয়ে চারটি ট্রাকে করে এ পণ্যগুলো ত্রিপুরা রাজ্যে এসে পৌঁছায়।

প্রতিটি ট্রাকে করে আসে লোহার রড। ট্রাকগুলোতে প্রায় ৮০ টন রড আসে বলে জানান বাংলাদেশের এক শ্রমিক।

সীমান্তের জিরো পয়েন্টে দাঁড়িয়ে বাংলাদেশের কর্মকর্তারা প্রয়োজনীয় কাগজপত্র ভারতীয় কর্মকর্তাদের হাতে তুলে দেন। পরে উভয় দেশের কর্মকর্তারা এক সঙ্গে মিলে ছবিও তোলেন।

বাংলাদেশ হয়ে এ পণ্য রাজ্যে এসে পৌঁছায় খুশি ব্যবসায়ী মহল। তারা বলছেন, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, জুন ২০, ২০১৬
আরবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।