ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আগরতলায় বিক্ষোভ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আগরতলায় বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বিজেপি শাসিত আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আগরতলায় বিক্ষোভ-মিছিল করেছে ‘আমরা বাঙালি দল’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামে এসে ঘোষণা দিয়ে ছিলেন বিজেপি ক্ষমতায় এলে আসাম রাজ্যের বাঙালিদের বসবাস করতে দেওয়া হবে।

কিন্তু ক্ষমতায় আসার পরে আসাম রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সর্বানন্দ সোনোয়াল। এর কিছু দিনের মধ্যে‍ই ১০হাজার বাঙালিদের রাজ্য ছাড়ার নোটিস ধরিয়ে দিয়েছেন তিনি।

প্রতিবাদে বৃহস্পতিবার (৩০ জুন) আগরতলায় বিক্ষোভ-মিছিল করেছে আমরা বাঙালি দল।

মিছিলটি রাজধানীর শিবনগর এলাকার দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করে। পরে সেখানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল’র কুশপুতুল দাহ করে দলটি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৬
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।